Related Posts Plugin for WordPress, Blogger...

হারজিত ~ অনামিকা

কে বলেছে হেরে গেছ? কোনওদিন জিতেছিলে না কি?

লাল আলো ... কলরব ... ব্ল্যাকক্যাট, আসলে তো ফাঁকি।

ওদের নিয়মে খেলা। ক্ষমতার ভাগ উঁচুনীচু

তাতেই মুগ্ধ তুমি? কোনওদিন এর বেশি কিছু

স্বপ্ন, সত্যি বল, চোখ জুড়ে ছিলনা কখনও?

কোথায় হারালো সে'টা? শোনো, চুপ, কান পেতে শোনো!

মানুষ গোপনে কাঁদে। বাঁচবার বড় সাধ তার।

কি ভাবে মেটে সে সাধ? সেখানেই তোমার জেতার

কথা ছিল। মনে আছে? মনে পড়ে সেই রাগ ক্ষোভ?

ছেলেটির কাজ নেই। মেয়েটিকে অন্ধকার লোভ

রোজ রোজ গিলে নেয়। নবান্ন আসে না যে গ্রামে,

ওদের ইচ্ছে হলে গণতন্ত্ররথ এসে থামে।

সাজানো শপিংমল নাইটক্লাব ভোগের আওয়াজ

কিছুই তোমার নয়। কেন ভাব হেরে গেছ আজ?

 

মানুষ কি জেতে হারে? তুচ্ছ ভোটে জয় পরাজয়

ক্ষমতার ক্ষুদকুঁড়ো কে কুড়োবে নির্ধারিত হয়!

সময় ডাকছে খুব। ইতিহাস নয় বদতমিজ।

কখনও হেরো না তুমি। মনে রেখো তুমি রক্তবীজ!

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks