ষোলতম কলকাতা চলচ্চিত্র উৎসব- বৃত্তের বাইরে
ষোলতম কলকাতা চলচ্চিত্র উৎসব। কাল ছিল দ্বিতীয় দিন। যদিও উৎসব শুরু হয়েছে দশ তারিখে আর শুরুর অনুষ্ঠান ছাড়াও একটা সিনেমা দেখানো হয়েছে সেখানে কিন্তু আমজনতার সেখানে প্রবেশাধিকার ছিল না। এগারো তারিখ থেকে শুরু হয় সিনেমা দেখানো। বিভিন্ন কারণে এবারের উৎসব অনেক ছোট, সিনেমা অনেক কম, বিদেশি অতিথি, সিনেমার নির্মাতারা ছাড়াও আর যাঁরা আসেন এবার তাদের অনুপস্থিতি লক্ষ্যনীয়। কিন্তু উৎসব তো উৎসবই তাই