(ঋণস্বীকার: ট্রেসি চ্যাপম্যান)
যখন তোমাকে রাস্তার কোনো মস্তান
পথ আটকিয়ে শোনায় আজিব দস্তান,
আপত্তি দেখে মুখ ঠেসে ধরে কাদায়,
ধরতেই পারে, সেই তো পাড়ার দাদা ....
তখন তোমার অবস্থা দেখে কারা
হে-হে করে হাসে, কারা বিশ্বাস হারায়?
পথ আটকিয়ে শোনায় আজিব দস্তান,
আপত্তি দেখে মুখ ঠেসে ধরে কাদায়,
ধরতেই পারে, সেই তো পাড়ার দাদা ....
তখন তোমার অবস্থা দেখে কারা
হে-হে করে হাসে, কারা বিশ্বাস হারায়?
পুলিশ....
যখন তোমার দাউ-দাউ করে ঘর
তুলে নিয়ে যায় বোন-কে সওদাগর,
সে সময়ে কারা অসন্তুষ্ট শ্বাসে
অতি অনিচ্ছা, একেবারে শেষে আসে?
কারা আসতেই উলটে এবং পালটে
চার্জশিট হয় আততায়ীকেই সাল্টে?
পুলিশ....
যখন তোমার মেয়ে রাজনীতি করে,
সেই জন্যই যারা ঢুকে পড়ে ঘরে
মাঝরাতে, বিনা অনুমতিতেই, জেনো,
পাল্টাবে না কখনোই, কোনোদিনও....
তাদের নামটা জানা আছে ওগো প্রিয়,
পৃথিবীতে তারা চিরকাল স্মরণীয়.....
উঁহ, পুলিশ...