Mixed-কালার রেলের গাড়ি-
শিল্প-কর্মে শিল্পী দাড়ি।
শিলা জোগায় ভাইটি মদন।
পাতা জুড়ে চন্দ্র-বদন।
সুশীল হাজির নৈশাহারে,
প্রায়শঃই আদি-গঙ্গা পারে।
ভাগের ইয়ে গুটিয়ে এনে,
real estate বেচে কেনে।
নাগাল ছাড়ায় পেঁয়াজ-মুলো,
কিনতে চাইলে, 'গান্ধী' ফ্যালো।
বাম 'গরমেন্ট' পথের কাঁটা।
আবার না হয় বেগার খাটা!
বাবা সাথে মতুয়া মাতা,
রিজার্ভে বেঞ্চে 'পদ্ম'পাতা।
fund-এ থাকা লাভের গুড়ে,
শত্রু নজর বেড়ায় ঘুড়ে।
এদ্দিন ধরে নৌকো বেয়ে,
এবার ঘাটে 'ধন্যি' মেয়ে।
আরেক 'কানাই' যাদবপুরে,
মজেই আছে 'ছত্রধরে'।
'নৌকো' হয়ে স্নানের ঘাটে,
"পরিবর্তন" সাঁতার কাটে।