Related Posts Plugin for WordPress, Blogger...

সহজ পাঠ : 2011 ~ মাধবীলতা

Mixed-কালার রেলের গাড়ি-
শিল্প-কর্মে শিল্পী দাড়ি।

শিলা জোগায় ভাইটি মদন।
পাতা জুড়ে চন্দ্র-বদন।

সুশীল হাজির নৈশাহারে,
প্রায়শঃই আদি-গঙ্গা পারে।

ভাগের ইয়ে গুটিয়ে এনে,
real estate বেচে কেনে।

নাগাল ছাড়ায় পেঁয়াজ-মুলো,
কিনতে চাইলে, 'গান্ধী' ফ্যালো।

বাম 'গরমেন্ট' পথের কাঁটা।
আবার না হয় বেগার খাটা!

বাবা সাথে মতুয়া মাতা,
রিজার্ভে বেঞ্চে 'পদ্ম'পাতা।

fund-এ থাকা লাভের গুড়ে,
শত্রু নজর বেড়ায় ঘুড়ে।

এদ্দিন ধরে নৌকো বেয়ে,
এবার ঘাটে 'ধন্যি' মেয়ে।

আরেক 'কানাই' যাদবপুরে,
মজেই আছে 'ছত্রধরে'।

'নৌকো' হয়ে স্নানের ঘাটে,
"পরিবর্তন" সাঁতার কাটে।

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks