চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে couplet
আহা উত্তাপ কত সুন্দর তুই thermometer -এ মাপলে
হিয়া টুপটাপ জিয়া নস্টাল ( nostal -gia ) , মিঠে কুয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি
চল রাস্তায় সাজি ট্রাম লাইন....
প্রিয় বন্ধুর পাড়া নিরঝুম, চেনা চাঁদ চলে যায় রিক্সায়
মুখে যা খুশি বলুক রাত্তির , শুধু চোখ থেকে চোখ দিক সায়
পায়ে ঘুম যায় একা ফুটপাথ ওড়ে জোছনায় মোরা প্ল্যাস্টিক ,
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি
চল রাস্তায় সাজি ট্রাম লাইন.....
পোষা বালিশের নিচে পথঘাট, যারা সস্তায় ঘুম কিনতও
তারা কবে ছেড়ে গেছে বন্দর, আমি পালটে নিয়েছি রিংটোন
তবু বারবার তকে ডাক দিই একি উপহার নাকি শাস্তি
তবু বারবার তকে ডাক দিই একি উপহার নাকি শাস্তি
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি......
আহা উত্তাপ কত সুন্দর তুই thermometer -এ মাপলে
হিয়া টুপটাপ জিয়া নস্টাল ( nostal -gia ) , মিঠে কুয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি
চল রাস্তায় সাজি ট্রাম লাইন....
প্রিয় বন্ধুর পাড়া নিরঝুম, চেনা চাঁদ চলে যায় রিক্সায়
মুখে যা খুশি বলুক রাত্তির , শুধু চোখ থেকে চোখ দিক সায়
পায়ে ঘুম যায় একা ফুটপাথ ওড়ে জোছনায় মোরা প্ল্যাস্টিক ,
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি
চল রাস্তায় সাজি ট্রাম লাইন.....
পোষা বালিশের নিচে পথঘাট, যারা সস্তায় ঘুম কিনতও
তারা কবে ছেড়ে গেছে বন্দর, আমি পালটে নিয়েছি রিংটোন
তবু বারবার তকে ডাক দিই একি উপহার নাকি শাস্তি
তবু বারবার তকে ডাক দিই একি উপহার নাকি শাস্তি
আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি......