Related Posts Plugin for WordPress, Blogger...

নীল স্লিপিং পিলে রাত


চলে যাচ্ছে গতকাল ভাবে আনমনা রুমাল
যদি ঠাণ্ডা রঙমশাল জ্বলে যায়
চলে যাচ্ছে গতকাল ভাবে আনমনা রুমাল
যদি ঠাণ্ডা রঙমশাল জ্বলে যায়

নীল স্লিপিং পিলে রাত সুতে চাইছে না হঠাৎ
যদি মুঠোয় ধরা হাত চলে যায়

তুমি গুছিয়ে কোন কথা বলতে পারনা
তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারনা
শুধু সময় নিজের গল্প বলে যায়

এই পাহাড়িয়া বাতাস তাদের টানে কোনদিকে
রোজ সন্ধে হলে পাখি গুলো যায়
তুমি বৃষ্টি দেখে ফিরছ কোন জাপসা তারিখে
এই কুয়াশা কে কাকে বোঝায়

নীল স্লিপিং পিলে রাত সুতে চাইছে না হঠাৎ
যদি মুঠোয় ধরা হাত চলে যায়

তুমি গুছিয়ে কোন কথা বলতে পারনা
তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারনা
শুধু সময় নিজের গল্প বলে যায়

এই একা থাকার মরসুম এই শেষ না হওয়া রাত
কত কথা মনে পরছে কতবার
সব ছেড়ে যাবার রাস্তা ঘিরে হাল্কা তুষারপাত
শুধু ঘরে ফেরা হলনা তোমার

নীল স্লিপিং পিলে রাত সুতে চাইছে না হঠাৎ
যদি মুঠোয় ধরা হাত চলে যায়

তুমি গুছিয়ে কোন কথা বলতে পারনা
তুমি গুছিয়ে ঠিক কথা বলতে পারনা
শুধু সময় নিজের গল্প বলে যায়


ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks