সত্যি বলছি তোকে আমি অনেক ভালবাসি
তুই হারিয়ে যাস না কখনো
তুই আছিস বলেই রাতের শেষে
সোনালী ভোর আসে
তোর কারণেই বুকের ভিতর
পাগলা মাদল বাজে।
তুই হারিয়ে যাস না কখনো।।
সত্যি বলছি তুই-ই আমার প্রথম ভালবাসা
তুই ভুলে যাস না কখনো
তোকে দেখেই হয়েছিলাম
উথাল প্রেমে পাগল
তোর কারণেই এই পৃথিবী
হয়েছে আবোল তাবোল।
তুই ভুলে যাস না কখনো।।
সত্যি বলছি তোকেই শুধু তোকেই ভালবাসি।
তুই চলে যাস না কখনো
তোকে ছাড়া আঁধার আমার
সকাল দুপুর বিকাল
তোর বিহনে পড়ে যাবে
সুখ আনন্দের আকাল।
তুই চলে যাস না কখনো।।
তুই হারিয়ে যাস না কখনো
তুই আছিস বলেই রাতের শেষে
সোনালী ভোর আসে
তোর কারণেই বুকের ভিতর
পাগলা মাদল বাজে।
তুই হারিয়ে যাস না কখনো।।
সত্যি বলছি তুই-ই আমার প্রথম ভালবাসা
তুই ভুলে যাস না কখনো
তোকে দেখেই হয়েছিলাম
উথাল প্রেমে পাগল
তোর কারণেই এই পৃথিবী
হয়েছে আবোল তাবোল।
তুই ভুলে যাস না কখনো।।
সত্যি বলছি তোকেই শুধু তোকেই ভালবাসি।
তুই চলে যাস না কখনো
তোকে ছাড়া আঁধার আমার
সকাল দুপুর বিকাল
তোর বিহনে পড়ে যাবে
সুখ আনন্দের আকাল।
তুই চলে যাস না কখনো।।