তোর আকাশে আমার ঘুড়ি ওড়াবো আজ
পারলে তুই কাটিস সূতো,
তোর জমিনে লাঙ্গল দেব কেঁচোর মত
তুই হবি আমার দ্রুত,
তোর নদীতে ভোদড় হয়ে দেব আদর
পারবি না পোষ মানাতে,
তোর চরের কাশফুলেরা আমার কথায় হবে লেঠেল
বিকিয়ে দিবি দেহ আমাতে,
তোর পাহাড়ের সরু পথে করব পাচার, ভালবাসা
অসহায় কাঁপবি ক্রোধে,
তোর বনের উলঙ্গ-গা ছেয়ে দেব কালো-সবুজে
জানি ছুটে আসবি মোহে,
তোর উদাসী চোখের পাতায় হব আমি শালিকের শিস-
চাই না মেয়ে একটু কাঁদিস,
আমার সারাবেলা দেব তোকে উজাড় করে-
পারলে একটু ভালবাসিস !
see more
পারলে তুই কাটিস সূতো,
তোর জমিনে লাঙ্গল দেব কেঁচোর মত
তুই হবি আমার দ্রুত,
তোর নদীতে ভোদড় হয়ে দেব আদর
পারবি না পোষ মানাতে,
তোর চরের কাশফুলেরা আমার কথায় হবে লেঠেল
বিকিয়ে দিবি দেহ আমাতে,
তোর পাহাড়ের সরু পথে করব পাচার, ভালবাসা
অসহায় কাঁপবি ক্রোধে,
তোর বনের উলঙ্গ-গা ছেয়ে দেব কালো-সবুজে
জানি ছুটে আসবি মোহে,
তোর উদাসী চোখের পাতায় হব আমি শালিকের শিস-
চাই না মেয়ে একটু কাঁদিস,
আমার সারাবেলা দেব তোকে উজাড় করে-
পারলে একটু ভালবাসিস !
see more