Related Posts Plugin for WordPress, Blogger...

Joy Bangla Bole Age Baro (জয় বাংলা বলে আগে বাড়ো)

Title : Joy Bangla Bole Age Baro (জয় বাংলা বলে আগে বাড়ো)






আবারো ভোর, আবারো অপেক্ষা।
আবারো জেগে ওঠো, এখনই সময়।
আমার সোনার বাংলাদেশ, এগিয়েই যাবে।
আবারো ঝাঁপ দিবে এই মন, নির্ভয়।

জানে এই পৃথিবী, স্বাধীনতার ছবি।
আঁকা আমাদেরই হাতে।
দেখেছে এই দেশ, নতুনের বেশ।
শত আলো ভরা রাতে।

"তাই গর্জে ওঠো আবারো।।
পেছনে ফেলে সামনে বাড়ো।।
জয় বাংলা বলে আগে বাড়ো।।
সময়ের লাগাম ধরে সামনে বাড়ো।।"

আমার দেশের মাটির মানুষ,
পলিমাটির মন।
অনেক আশার পথচেয়ে আছে,
সারাটা জীবন।

দেবনা নিভতে ওদের আশার আলো।
বুকের ভেতর তাই আলোর মশাল জ্বালো।

"শোন একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণী।
বাংলাদেশ আমার বাংলাদেশ"

"সংগ্রাম পরিষদ গড়ে তোলো।
এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো।
মনে রাখবা,
'রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো।
এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।'

"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
জয় বাংলা"

"জয় বাংলা বাংলার জয়"(৪)

লিরিক্স এবং গান: https://soundcloud.com/t-a-zishan/njgjte52h1ow

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks