তুমি আলোক বর্ষ দূরে
স ম আজাদ
তোমায় দেখি স্বপ্নে হেঁটে যাও আমার পাশ দিয়ে
চেয়ে দেখি তোমার বর্ণাঢ়্য হলুদ শাড়ীতে জড়ানো সুষমাময় দেহবল্লরী
তোমার কপালের লাল টিপ, পিঙ্গল কালো চুল, মুক্তার মতন ঝকঝকে দাঁত,গভীর নীল চোখ
আমায় মনে করিয়ে দেয় আফ্রিদিতি, সোফিয়া লোরেন, পামেলা সু মার্টিনকে।
তোমার উচ্ছাসময়, লাস্যময়, মোহনীয় হাসি
আমায় প্লাবিত করে আলোর বন্যায়
আমি তোমায় স্পর্শ করতে চাই
আমি তোমায় অনুভব করতে চাই
তবু পারিনে
যেন তুমি আলোক বর্ষ দূরে
মহাবিশ্বের ওপারে!