নীলা একদিন বললো ,
আমি ঐ নদীর পাড়টায় বসবো
তুমি আসবে??
নীল বলেছিল আসবে
দুপুর গড়িয়ে বিকেল হলো
হটাত ই জমলো মেঘ
নীল বের হবে
কিন্তু তাকে আটকে দিল ঝড়
ভাবলো নীলা বোধয় আসবে না,
দেখছো না বাইছে ঝড়
বিকেল পেরিয়ে যাচ্ছে,
সেদিন বিকেল টা ছিল সায়াহ্ন
আকাশ অন্ধকার
ঘড়ির কাটা ঘুরে ঘুরে সন্ধ্যা
থামছে না তবু ঝড়
হঠাট একটা ফোন এলো
নীলা কোথায়?
চমকে উঠলো নীল
পাগলের মত ছুটে গেল নদীর পাড়ে
সেখানেই ছিল নীলা,
দিশেহারা, ভয়ে কাঁদো কাঁদো
শিমুল গাছটার নিচে
নীল গিয়েই একটা চড় কোষে দিল গালে
তারপর নিজেই কেঁদে জড়িয়ে নিলো বুকে
এ কেমন পাগলামি তোমার!!
শিমুল গাছটা সাক্ষী হয়ে রইলো সে ভালোবাসার...
আমি ঐ নদীর পাড়টায় বসবো
তুমি আসবে??
নীল বলেছিল আসবে
দুপুর গড়িয়ে বিকেল হলো
হটাত ই জমলো মেঘ
নীল বের হবে
কিন্তু তাকে আটকে দিল ঝড়
ভাবলো নীলা বোধয় আসবে না,
দেখছো না বাইছে ঝড়
বিকেল পেরিয়ে যাচ্ছে,
সেদিন বিকেল টা ছিল সায়াহ্ন
আকাশ অন্ধকার
ঘড়ির কাটা ঘুরে ঘুরে সন্ধ্যা
থামছে না তবু ঝড়
হঠাট একটা ফোন এলো
নীলা কোথায়?
চমকে উঠলো নীল
পাগলের মত ছুটে গেল নদীর পাড়ে
সেখানেই ছিল নীলা,
দিশেহারা, ভয়ে কাঁদো কাঁদো
শিমুল গাছটার নিচে
নীল গিয়েই একটা চড় কোষে দিল গালে
তারপর নিজেই কেঁদে জড়িয়ে নিলো বুকে
এ কেমন পাগলামি তোমার!!
শিমুল গাছটা সাক্ষী হয়ে রইলো সে ভালোবাসার...
জানো আজো সেই শিমুল গাছ টা ঠায় দাঁড়িয়ে আছে
আজো নীল মাঝে মাঝেই বসে থাকে সেখানে
একাকী, একটা ঝড়ের অপেক্ষায়
হয়তো দেখা মিলবে কল্পনায়...
আজো নীল মাঝে মাঝেই বসে থাকে সেখানে
একাকী, একটা ঝড়ের অপেক্ষায়
হয়তো দেখা মিলবে কল্পনায়...