ফুল ছোঁড়গো পুষ্প দয়াল মাঝরাতে।
আসর যাব ব্যান্ড বাজছে শিশুর মন,
এলোমেলো কথা বারতা দিগদিশাহীন,
আর কত গো পুড়বো আমি আত্মতেজে,
বাঁচব আমি আরও বাঁচব মধুরবেদন,
যাক ছিঁড়ে যাক সব-ভাবনা গরল দহে,
ফুল ছোঁড়গো পুষ্প দয়াল মাঝরাতে।
মোহর গুনে ফক্কাজীবন চাওয়া পাওয়া,
মাঝ রাত্রি আমার পাড়া ঘুমবিলাসি,
ফুল ছোঁড়গো পুষ্প দয়াল ফুল ছোঁড়।