কারো বুক ধড়ফড়,
কারো আনচান,
কেন আজ জেলে যায়
সাল মান খান?
কেউ ভাবে চিরতরে
ছেড়ে যাবে বাড়ি।
মৃতর কলার চেপে
করছে সাওয়াল।
জানেনাকি নিমেষেই
হয়ে যাবে ছবি?
সামান্য অপরাধে
নিয়ে যাবে কোর্টে?
এদের গুণতি হোক
কুকুর ছাগলে ।
তবু কেন ফুটপাথে
শোয় সারি সারি?
কিবা কার আসে যায়
দু একটা গেলে?
ভাবিনি কাদের রাত
রাস্তায় কাটে?
কে আর খবর রাখে
এদের বাঁচার?
(আর) নায়ক শাস্তি পেলে
কেঁদে ওঠে প্রাণ ।
কারো আনচান,
কেন আজ জেলে যায়
সাল মান খান?
কারো চোখ গোল গোল,
কেউ করে আড়ি ,কেউ ভাবে চিরতরে
ছেড়ে যাবে বাড়ি।
কেউ রেগে খেপে গিয়ে
শক্ত চোয়াল ,মৃতর কলার চেপে
করছে সাওয়াল।
ফুটপাথে শুয়ে থাকা
ঘোর বেয়াদপি জানেনাকি নিমেষেই
হয়ে যাবে ছবি?
তারপরে গাড়ি যদি
ফুটপাথে ওঠে,সামান্য অপরাধে
নিয়ে যাবে কোর্টে?
গায়ক বাবুও তাই
বেসুরেই বলে,এদের গুণতি হোক
কুকুর ছাগলে ।
কিছু লাখ ফেললেই
জুটে যেত বাড়ি,তবু কেন ফুটপাথে
শোয় সারি সারি?
আসলে মানুষ নয়
সব এলে বেলে,কিবা কার আসে যায়
দু একটা গেলে?
আমিও আলাদা নই
সুখে আছি ফ্ল্যাটে,ভাবিনি কাদের রাত
রাস্তায় কাটে?
এক হোক, দশ হোক,
একশ, হাজার,কে আর খবর রাখে
এদের বাঁচার?
তাই এরা ফেস করে
হিট অ্যান্ড রান,(আর) নায়ক শাস্তি পেলে
কেঁদে ওঠে প্রাণ ।