Related Posts Plugin for WordPress, Blogger...

কদিন হল – শুভাশিষ আচার্য্য

কদিন হল সাহস গুলো বেড়াতে গেছে কিছুনা বলে
কেন্নো যেন কুঁকড়ে থাকি, বুকেতে হাত, বল নেইতো
পণ্য জন্ম হয়েছে কবে, কে জানে কখন লুঠ চলছে
জন্ম ভর দাস জন্ম, মাথাটা নুয়ে নিচের দিকে
কদিন হল সাহস গুলো বেড়াতে গেছে কিছুনা বলে

ঘুমের চোখে সকাল থেকে ভীষণ কষ্টে আজ পড়েছি
শিরদাঁড়াটা কাজের চাপে জবাব দিয়ে বেরিয়ে গেল
কাজের লোক ইস্তফাতে ক্ষতির কথা সবাই জানে
সবাই বোঝে কারণ দেখি, আমার মত সবাই আছে
কদিন হল সাহস গুলো বেড়াতে গেছে কিছুনা বলে

অরুণ, বরুণ, কিরণ, মালার মরণ হলে গুমরে মরি
কত লোক যে মরে যাচ্ছে খুন খারাবির হিংসা জলে
রঙ্গিন লোকে তখন খোঁজে কোন রঙ্গেতে বাণ ডেকেছে
শ্মশান ঘাটে আমি যাইনা, ভয় করে খুব রং খেলাকে
কদিন হল সাহস গুলো বেড়াতে গেছে কিছুনা বলে

তন্নিষ্ঠ ভক্তি দিয়ে বাধ্য হয়ে গুরু ধরেছি
চাদর, দুধ, কবজ, ফুল, - চোখ বুজিয়ে সব করেছি
গুরু বলল, "বাঁচতে হলে এসব কিছু করতে হবে -
উলটে দেখুন, পালটে গেছে" - এক্ষেত্রে আর ঘটল না যে
কদিন হল সাহস গুলো বেড়াতে গেছে কিছুনা বলে

পায়ের জোরে সহজ করে হাঁটতে গেলে হোঁচট লাগে
পাড়ার লোকে হেসেই ওঠে, খড়ম পায়ে ঘোড়ার চাল
পায়ের জমি বিরাট দাবী, ধর্মঘটের ডাক দিয়েছে
জমির মর্ম, শিল্প ধরম সবকিছু যে গুলিয়ে গেছে
কদিন হল সাহস গুলো বেড়াতে গেছে কিছুনা বলে

কদিন হল সাহস গুলো বেড়াতে গেছে কিছুনা বলে
কেন্নো যেন কুঁকড়ে থাকি, বুকেতে হাত, বল নেইতো
পণ্য জন্ম হয়েছে কবে, কে জানে কখন লুঠ চলছে
জন্ম ভর দাস জন্ম, মাথাটা নুয়ে নিচের দিকে -

কদিন হল সাহস গুলো বেড়াতে নয় পালিয়ে গেছে

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks