Related Posts Plugin for WordPress, Blogger...

যে বিষয়গুলোকে প্রেম ভালোবাসা বলে ভুল হতে পারে আপনার



জীবন কথা : 
সম্পর্কের বিষয়ে নিজের অবস্থান নিয়ে নিজেরই সন্দেহ থাকতে পারে আপনার. যে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছেন, সেখানে অপরজনের প্রতি আপনার কী সত্যিই ভালোবাসা রয়েছে নাকি এখনো দোটনার মধ্যে রয়েছেন, তা বুঝে ওঠা জরুরি. অতীত এবং বর্তমানের নানা অভিজ্ঞতা বা ঘটনার কারণে নিজের স্পষ্ট মানসিকতাও গুলিয়ে ফেলতে পারেন. অনেক অনুভূতিকেই প্রেম বা ভালোবাসা বলে ভুল করতে পারেন. এখানে সাতটি বিষয়ের উল্লেখ করা হলো যার কারণে আপনি প্রেম-ভালোবাসা নিয়ে দোটনায় পড়তে পারেন.

1. এক তরফা ভালোবাসা: কারো প্রেমে পড়া বা কাউছে পছন্দ করা দারুণ এক অনুভূতি. কিন্তু তার চেয়েও দারুণ অনুভূতি পাবেন যখন অন্য কেউ আপনাকে ভালোবাসে. আমরা সব সময় পছন্দের কাউকে কিছু না কিছু বোঝাতে চাই এবং কেউ না কেউ আপনাকে মন থেকে পছন্দ করেন. অনেক সময়ই কেউ আপনাকে পছন্দ করেন বোঝায় পর তাকে যতটা পছন্দ করতেন, এখন তাকে অনেক বেশি করেন বলেই মনে হয়. আর এসব পরিস্থিতিতে মনের আসল কথা হারিয়ে ফেলেন অনেকেই.

২. মিল: কারো সঙ্গে মন ও অনেক কিছুর মিল দেখলে অনেক সময়ই মনে হয় যে, আপনি তাকে ভালোবাসেন. এ ধরনের মানুষকে জীবন থেকে হারানোর ভয় কাজ করে এবং অনকে সময়ই মনে হয় তাকে ধরে রাখার উপায় প্রেমের সম্পর্ক গড়ে তোলা. তাকে জীবনে পাওয়া নিয়ে এবং প্রেমে পড়া নিয়ে আবেগ মিলে-মিশে একাকার হয়ে যায় আপনার.

3. দেহ-রসায়ন: দৈহিক মিলনের কারণে অনেক সম্পর্ক গড়ে ওঠে এবং এ কারণেই দুর্বলতা তৈরি হয়. দৈহিক চাহিদা থেকে শারীরিক সম্পর্কের এই রূপে কোনো ভিত্তি থাকে না. এসব সম্পর্ক খুব দ্রুত ভেঙে যায়.

4. বন্ধুত্ব: কাছের বন্ধুদের মাঝে ভালোবাসা তৈরি হচ্ছে কিনা তা নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে. কাছের বন্ধুর প্রতি আপনার দায়িত্বশীলতা, তার কষ্টে কষ্ট পাওয়া, তার সুখে সুখী হওয়া ইত্যাদি অনুভূতিতে মনে হতে পারে আপনি তাকে প্রেমিক বা প্রেমিকা হিসেবে পেতে চান. আর এই মানসিকতার ওপর ভিত্তি করে আরো সামনে এগিয়ে যেতে চান আপনি. কিন্তু কিছু দূর এগিয়েই মনে হয়, আপনি তাকে আসলেই ভালোবাসেন তো?

5. একাকিত্বের ভয়: এটি এমন এক রোগ যা দানা বাঁধলে মারাত্ম সমস্যায় পড়ে মানুষ. একাকী হয়ে যাওয়ার ভয় থেকে বেরিয়ে আসতে অনেক সময়ই মানুষ ভুল ভাবনার ওপর ভর করে কারো প্রেমে পড়ে যান এবং সম্পর্ক গড়ে তোলেন.

6. নির্ভরশীলতা: নির্ভরশীলতার কারণে অনকে সময়ই এমন অনুভূতি তৈরি হয় যাকে প্রেম বা ভালোবাসা বলে ভুল হতে পারে. যখন কেউ আপনার জীবনের খুব নির্ভরশীল কেউ হয়ে ওঠেন তখন তার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে বলে ভুল হতে পারে আপনার.

7. দায়িত্বশীলতা: অনেক সময় দায়িত্ববোধকে ভালোবাসা মনে করে ভুল করে মানুষ. কারো সুখের জন্য দায়িত্বশীলতা নিয়ে কিছু করার তাগিদকে প্রেম বলে ভুল হতে পারে.

ভালো লাগলে ণিচের শেয়ার করার বাটন দিয়ে ফেসবুক, গুগল+... ইত্যাদিতে শেয়ার করুন বন্ধুদের সাথে। ।

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks