ক্যারিয়ার শুরুর পর প্রথমবার দুঃসময় পাড় করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহী। হাতে নতুন কোন ছবি নেই। নিজে ছবির প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করবেন বলে শোনা গেলেও এ বিষয়ে কোন অগ্রগতি নেই।
জানা গেছে, জাজ মাল্টিমিডিয়া একের পর এক নতুন ছবির শুটিং শুরু করলেও তার কোনটাতেই নেই মাহী। তাই জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ ছবিটিই আপাতত মাহির শেষ ছবি। নতুন কোন ছবির কাজ শুরু না হলে এই ছবি দিয়েই সাময়িকভাবে থেমে যাবে তার চলচ্চিত্র ক্যারিয়ার।
বিস্তারিত নিউজ সোর্স : টকিজ বিডি