সামালি জাহান সাম্য
আমি সমুদ্রে গোসল করেছি। সমুদ্রের পানি তিতা। সমুদ্রতে অনেক পানি আছে। আমি সমুদ্রে সাঁতার কেটেছি, গোসল করেছি। সমুদ্রের পানি নীল। এবং ঢেউ আসে। খালি জোয়ার ভাটা এবং গর্জন। সমুদ্র দেখতে খুব সুন্দর। সমুদ্রের ঢেউ সাদা। এবং ঢেউ বাড়ি দিয়ে নিয়ে যায়। এবং নৌকা চলে। সমুদ্র খুব ভাল জায়গা।
দ্রষ্টব্য: আমার ছোট কন্যা কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ শেষে এভাবেই তার অনুভূতি লিখেছে তার পুরাতন একটি খাতায়। কোনোরকম পরিমার্জনা ছাড়াই তা এখানে দেয়া হলো।