Related Posts Plugin for WordPress, Blogger...

ব্যায়াম বা ওষুধ ছাড়াই ওজন কমানোর উপায়

ওজন কমানোর উপায়


কেউ চাইনা সে মুটিয়ে যাক। কারন মুটিয়ে যাওয়া যে শুধু দৈহিক সৌন্দর্য নষ্ট করে তা নয় এটা বিভিন্ন রোগের কারন। দীর্ঘ সময় বসে বসে কাজ করা, দৈহিক পরিশ্রম কম হওয়ার কারণে পেটে মেদ জমতে থাকে ফলে শরীরচর্চার সময় যারা বের করতে পারছেন না, তারা প্রতিদিনকার কিছু সহজ অভ্যাসের মাধ্যমে কমিয়ে ফেলতে পারেন শরীরের অতিরিক্ত মেদ। আসুন দেখে নিই তেমনি কিছু ওজন কমানোর উপায় ।

১। লেবুর রস

এক গ্লাস গরম পানিতে অর্ধেকটা লেবু চিপে নিন, এতে এক চিমটি লবণ মিশিয়ে নিন চিনি দেবেন না এবার পান করুন প্রতিদিন সকালে এটি আপনার দেহের বাড়তি মেদ চর্বি কমাতে সব চেয়ে ভালো উপায়

২। প্রতিদিন তিন কোয়া রসুন

প্রতিদিন সকালে উঠেই খালি পেটে / কোয়া রসুন চিবিয়ে খেয়ে নিন, এর ঠিক পর পরই পান করুন লেবুর রস এটি আপনার পেটের চর্বি কমাতে দ্বিগুণ দ্রুতগতিতে কাজ করবে তাছাড়া দেহের রক্ত চলাচলকে আরো বেশি সহজ করবে এটি

৩। প্রচুর পানি পান করুন

প্রতিদিন প্রচুর পানি পান করার ফলে এটা আপনার দেহের মেটাবলিজম বাড়ায় রক্তের ক্ষতিকর উপাদান প্রস্রাবের সঙ্গে বের করে দেয় মেটাবলিজম বাড়ার ফলে দেহে চর্বি জমতে পারে না বাড়তি চর্বি ঝরে যায়

৪। চিনিযুক্ত খাবার খাবেন না

মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার, কোল্ড ড্রিংকস এবং তেলে ভাজা স্ন্যাক্স থেকে দূরে থাকুন কেননা জাতীয় খাবারগুলো আপনার শরীরের বিভিন্ন অংশে, বিশেষত পেট উরুতে খুব দ্রুত চর্বি জমিয়ে ফেলে তাই এগুলো খাওয়ার পরিবর্তে ফল খান

৫। কাজে সক্রিয় হন

অফিসের কাজ আজকাল বসে বসে হয়, সেখানে শরীরের সচল হওয়ার খুব একটা সুযোগ নেই তাই চেষ্টা করুন একটি আগের বাসস্টপে নেমে হেঁটে বাকি রাস্তা যান, সিঁড়ি দিয়ে উঠুন এর ফলে শরীর অনেকটা সক্রিয় হয় মেদ জমার সুযোগই পাবে না

৬। মাংস থেকে দূরে থাকুন

অতিরিক্ত চর্বিযুক্ত মাংস যতটা সম্ভব এড়িয়ে চলুন এর বদলে বেছে নিতে পারেন কম তেলে রান্না করা চিকেন

৭। প্রতিদিন ফল সবজি খান

প্রতিদিন সকাল সন্ধ্যায় এক বাটি ভর্তি ফল সবজি খাবার চেষ্টা করুন এতে আপনার শরীর পাবে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, মিনারেল ভিটামিন আর এগুলো আপনার রক্তের মেটাবলিজম বাড়িয়ে পেটের চর্বি কমিয়ে আনবে সহজেই

৮। মানসিক চাপের বোঝা বইবেন না

মানসিক চাপ যতটা পারবেন কম নেওয়ার চেষ্টা করুন কারণ মানসিক চাপের ফলে আপনার শরীরে নানারকম সমস্যা তৈরি হতে পারে ফলে শরীরের পাচন ক্ষমতা কমে যায় এবং শরীরে মেদ জমতে শুরু করে

৯। মশলা খান

রান্নায় অতিরিক্ত মশলা ব্যবহার করা ঠিক নয় তবে কিছু মশলা ওজন কমাতে সাহায্য করে ম্যাজিকের মতো রান্নার ব্যবহার করুন দারুচিনি, আদা গোলমরিচ এগুলো আপনার রক্তে শর্করার পরিমাণ কমাবে পেটের মেদ কমাতে সাহায্য করবে

১০। পর্যাপ্ত ঘুমান

ঘুম ভালো হলে শরীরে মেদ কম জমে এবং জমা মেদও ঝরতে সাহায্য করে


সঠিকভাবে এই সব টিপগুলো মেনে চলতে আপনি নিশ্চিত সুঠাম দেহের অধিকারি হবেন । তাই সুস্থ ও সুন্দর জীবনের জন্য এখনি শুরু করুন সঠিক জীবন ব্যবস্থা ।

সূত্র: দৈনিক ইত্তেফাক

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks