কবিতা মানবী
স ম আজাদ
স ম আজাদ
হে কবিতা মানবী
তুমি অলৌকিক নও
কবির কল্পনার রক্তে মাংসে গড়া
তুমি অপরূপ রূপবতী মায়াবতী।
তুমি অসীমের পানে চেয়ে থাকো
কারো প্রতীক্ষায় আনমনা।
কিন্তু অসীম তার নাক্ষত্রিক আলোয় তোমাকে নাইয়ে দেয়
তুমি হও আরো স্নিগ্ধ আরো মায়াময় আরো স্বপ্ননীল।
তোমার লাল টিপ নীল টিপ থেকে বের হয় আলোর বিচ্ছুরণ
ছড়িয়ে পড়ে মিল্কিওয়ে গ্যালাক্সিতে ।
তোমার স্কন্ধে এলিয়ে পড়া কালো চুল
র্যাডিয়েন্ট ব্ল্যাকহোল থেকে প্রোজ্জ্বল।
তোমার মুক্তোর মতন দাঁত থেকে অঝোর ধারায় হাসির বন্যা ছড়িয়ে পড়ে
প্লাবিত হয় বিশুদ্ধ হয় কবিতা প্রেমীরা
আমি সাবঅলটার্ন কবি
সেই বন্যায় নিমজ্জিত হই প্লাবিত হই
অতপর অসীমের পানে ভেসে যাই।।
তুমি অলৌকিক নও
কবির কল্পনার রক্তে মাংসে গড়া
তুমি অপরূপ রূপবতী মায়াবতী।
তুমি অসীমের পানে চেয়ে থাকো
কারো প্রতীক্ষায় আনমনা।
কিন্তু অসীম তার নাক্ষত্রিক আলোয় তোমাকে নাইয়ে দেয়
তুমি হও আরো স্নিগ্ধ আরো মায়াময় আরো স্বপ্ননীল।
তোমার লাল টিপ নীল টিপ থেকে বের হয় আলোর বিচ্ছুরণ
ছড়িয়ে পড়ে মিল্কিওয়ে গ্যালাক্সিতে ।
তোমার স্কন্ধে এলিয়ে পড়া কালো চুল
র্যাডিয়েন্ট ব্ল্যাকহোল থেকে প্রোজ্জ্বল।
তোমার মুক্তোর মতন দাঁত থেকে অঝোর ধারায় হাসির বন্যা ছড়িয়ে পড়ে
প্লাবিত হয় বিশুদ্ধ হয় কবিতা প্রেমীরা
আমি সাবঅলটার্ন কবি
সেই বন্যায় নিমজ্জিত হই প্লাবিত হই
অতপর অসীমের পানে ভেসে যাই।।