কনিষ্ঠ কন্যা
স ম আজাদ
আমি এখন নির্জনতার অধীশ্বর
এই নির্জনতায় একমাত্র সঙ্গী
ফেসবুকে বন্দী কনিষ্ঠা কন্যার প্রতিচ্ছবিগুলো
যে কন্যা ধীরে ধীরে সবার অলক্ষ্যে ফিস ফিস করে
আব্বু তোমাকে ছাড়া থাকতে পারবো না
বিদায়বেলায় কোনো বায়না নেই একটা কিছুর জন্য
শুধু আব্বুর সঙ্গটুকু ছাড়া
যে কন্যার মাঝে আমি নিজেকে অন্বেষণ করি
যে কন্যার জীবনকালে প্রত্যাশা করি
সাড়া দেশে গ্রাম থেকে গ্রামান্তরে
নারী শিক্ষার্থীরা সাইকেলে ছুটবে শিক্ষায়তনে
নারী পরিধান করবে যে কোনো পছন্দসই পোষাক
নির্ভয়ে বাঁধাহীনভাবে বিনা মন্তব্যে চলাচল করবে
যেকোনো জায়গায় যেকোনো সময়ে
থাকবে না কোনো মজুরী-বৈষম্য নারী-পুরুষে
ফ্রান্সিস ফুকায়ামার ইতিহাসের অবসানের আওয়াজ ক্ষীণ হবে
শোষণহীন বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠার আওয়াজ
জোরদার হবে।