Related Posts Plugin for WordPress, Blogger...

কৃষ্ণকলি উপাখ্যান একুশ শতকে



কৃষ্ণকলি উপাখ্যান একুশ শতকে

স ম আজাদ


বিশ শতকের কৃষ্ণকলি রবীন্দ্রনাথের
ভীরু, লাজুক, ত্রস্ত পায়ে হেঁটে যায়।
একুশ শতকের কৃষ্ণকলি
ভাইব্র্যান্ট, স্মার্ট, দৃঢ় পদক্ষেপে হেটে যায়
কার ড্রাইভ করে অফিসে যায়, সংসার করে
ভাষা শহীদের মিনারে পুষ্পস্তবক অর্পণ করে
নিপীড়িত মানবতার অধিকারের দাবীতে
ফেস্টুন হাতে মিছিলে হেটে চলে কমরেডদের সাথে
রাতে ফেসবুকে চ্যাট করে বন্ধুদের সাথে
কবি অনুভব করে তার ক্যাটালাইটিক ক্যারিজমা
সকল বুদ্ধিবৃত্তিক গুণের আধার
পারমাণবিক জগৎ থেকে মহাবৈশ্বিক জগতের সকল সৌন্দর্য
ভর করেছে তার উপর
ইমানুয়েল কান্টের নন্দন তত্ত্বের মূর্ত প্রতীক
স্পেস-টাইমের ধারণা স্হির হয়ে যায় কবির কাছে
মার্কস দূরে সরে যায়. ফ্রয়েড এসে ভর করে
কাল্পনিক পরা-বাস্তবতার ভ্রান্তিতে নিপতিত হয়
গুণ-মুগ্ধ কবি।

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks