কাকে ভালবাসি ?
কাকে ভালবাসি ? মানুষটিকে নাকী তার গুণাবলীকে?
কে বড়? তার গূণ নাকি তার দোষ? নাকি সবকিছুর ঊপরে
সেই ভালোবাসার মানুষ?
কঠিন প্রশ্ন।
আজ প্রিয়া'র সাথে কথা হচ্ছিল। টি ৩ তে চায়ের আড্ডায় গুরুগম্ভীর আলোচনা! মগজের গোড়ায় ধোঁয়া না দিলে আলোচনা জমে? তো দেওয়া হোক ধোঁয়া! কখনো দিইনি? তাতে কী! সবকিছুই তো জীবনে কখনো প্রথমবার হয়! তো ধোঁয়ায়, পটভর্তি দার্জিলিং চা আর চীজ স্যান্ডউইচের সাথে যা আলোচনা হল