রাগ ইমনের প্রেমের জন্যে পাগলামী পোষ্টটি পড়ে আমারও এক ঘটনা মনে পড়ে গেল। মনে পড়ে গেল বললে ভুল হবে। ভুলে গেলে সেটা মনে পড়ার প্রশ্ন আসে। এ এমন এক ঘটনা যা ভুলে যাওয়ার চান্স ভুল করেও নেই। শোন তবে বলি।
এক দেশে এক শাহজাদী ছিল। আর আরও কেউ একজন ছিল ছিল। তবে সে কোন রাজকুমার নয়। সে শিল্পী।।সে লেখক।। আর বেশ খানিকটা পাগল।। যাই হোক। তো সেই পাগল মানুষটা আমাদের এই শাহজাদীর প্রেমে পড়ে। শাহজাদীও পড়ে। তবে সে