স্মৃতির সরণি বেয়ে হেঁটে বেড়াই সারাদিনমান...
হাত ডোবাই পাঁকে, খোঁজ করি পদ্মের
মেলে না...
মেলে না...
কাঁদা ঘাটাই সার হয়
ক্লান্তি আসে, তবু থামি না
ঘেঁটেই চলি ঘেঁটেই চলি..
একসময় গড়িয়ে পড়ি খড়ের গাদায়
আমার ছেলেবেলার খড়ের গাদায়...
কী হবে পদ্ম তুলে..
বরং এইখানে শুয়ে থাকি খানিক চুপটি করে
কেউ দেখতে পাবে না আমায়...
একসময় আমি চাঁদের সাথে হেঁটে বেড়াতাম, সরু চাঁদ, মোটা চাঁদ, আধখানা চাঁদ, পূর্ণচন্দ্র।