Related Posts Plugin for WordPress, Blogger...

ছেলেবেলার ঈদ


ছেলেবেলার ঈদটাই আনন্দের ছিল ৷ এখন তো শুধু রকমারী রাঁধো-বাড়ো, খাওয়াও দাওয়াও আর সন্ধেবেলায় ক্লান্ত হয়ে ধপাস বিছানা পরে । ছেলেরা তবু ঈদগাহে-ময়দানে ঈদের নামাজে যায়৷ সেখানে চেনা অচেনা অনেকের সাথে দেখা হয়৷

তখন রোযার প্রথম দিন থেকেই শুরু হত ঈদের অপেক্ষা৷ খুব ছোট যখন ছিলাম ,রোযা রাখার মত বড় হইনি, তখনও বায়না করতাম রোযা রাখব বলে৷ দাদী শিখিয়ে দিয়েছিলেন, কল্সীতে হা দিয়ে তোমার রোযা কল্সীতে রেখে

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks