ঘুম ভেঙে যায় আমার ঘুম ভেঙে যায়...
আজকাল আমি মঝে মঝেই স্বপ্নে দেখি, আমি মারা যাচ্ছি বা মারা গেছি. শুয়ে আছি কবরে, কাফনে গা ঢেকে হাত, পা নাড়তে পারছি না কথা বলতে চাইছি কিন্তু পারছি না মিষ্টিকে ডাকতে চাই, মিষ্টি মিষ্টি মিষ্টি কিন্তু গলা থেকে কোন স্বর বেরোয় না ডাকতে পারি না ...আবার কখনো প্রচন্ড জোরে চেঁচিয়ে উঠি, মিষ্টিইইইই...গলা থেকে স্বর বেরুনো মাত্র ঘুম ভেঙে যায়.. বিছানায় বসে কাঁপি থরথর থরথর ... একটানে খেয়ে ফেলি এক গ্লাস পানি