পার্বতী বাউল আর ফরিদা পারভীন।
প্রিন্সেপ ঘাট। শুনেছিলাম সেখানে গান হবে। গান হবে - এই কথাটা শোনারও
প্রয়োজন ছিল না। ফরিদা পারভীন, পার্বতী বাউল আর প্রিন্সেপ ঘাট। গান যে হবেই
এমনটা ধরেই নেওয়া যায়। গান শুনতে যাওয়ার আমন্ত্রন ছিল, যাব না
জানতাম। আমার তো বাড়ি যাওয়ার কথা। আমি তাই আরশীনগরে যাওয়ার কথা ভাবি না।
কিছুই হয় না। বাড়ি যাওয়া হয় না।
গান শোনা হয় না। সামনে বসে শোনা হয় না ফরিদা পারভীন। লালন।