বিলাসবহূল চান ঘরে
মোমের মত শরীর থেকে পিছলে পড়ে জল;
ঠিকরে ওঠে স্বপ্ননীল আলো সেই জলে- হীরের কুচি!
ঠিক এখান থেকে যদি চলে যাই
কোনো ঠিকানাহীন সংসারে
যেখানে খিদের জ্বালায় ক্রন্দনরত শিশু
আর
নিভে যাওয়া উনুনের সামনে বিষণ্ণ মা-
আবার সেখান থেকে
চলে যেতে পারি এমন কোথাও-
যেখানে
পাপ পুন্য, দুর্ভাগ্য সৌভাগ্য, মন্দ ভালো
সব একাকার হয়ে যাচ্ছে
মানুষ পোড়াবার চুল্লীতে।
ঠিক এই দৃশ্যে- ঈশ্বর সাম্যবাদী।।
মোমের মত শরীর থেকে পিছলে পড়ে জল;
ঠিকরে ওঠে স্বপ্ননীল আলো সেই জলে- হীরের কুচি!
ঠিক এখান থেকে যদি চলে যাই
কোনো ঠিকানাহীন সংসারে
যেখানে খিদের জ্বালায় ক্রন্দনরত শিশু
আর
নিভে যাওয়া উনুনের সামনে বিষণ্ণ মা-
আবার সেখান থেকে
চলে যেতে পারি এমন কোথাও-
যেখানে
পাপ পুন্য, দুর্ভাগ্য সৌভাগ্য, মন্দ ভালো
সব একাকার হয়ে যাচ্ছে
মানুষ পোড়াবার চুল্লীতে।
ঠিক এই দৃশ্যে- ঈশ্বর সাম্যবাদী।।