সাতটি দিনের আল্টিমেটাম
দিয়েছিলেন উনি
জনসভার মিথ্যে ভাষণ
অভ্যেস তাই শুনি।
তারপরে কি? অলীক পথে
রেল গিয়েছে আমতা
ঝাড়্গ্রাম আজ চেঁচিয়ে পড়ে
সাতের ঘরের নামতা।
ওরাই করে রক্ষা রণে-
বনে ও জঙ্গলে
সন্ত্রাসীরা মাসতুতো ভাই
অস্ত্রে কথা বলে।
গ্রাম শহরে গোপন আঁতাত,
মিটিং প্রতিদিনই
সুশীল ওরাই স্বজন এবং
ছদ্ম মাতঙ্গিনী !
ওরা জানেন কয়টি মাথা
রয়েছে কার ঘাড়ে
ভদ্রভাবে রক্তভোজন
মানব অধিকারে-
সে যাক্ গে। হোক্ কাজের কথা
সাতটি দিনের পরে
নেত্রী গেছেন লালগড়ে?
না- লুকিয়ে আছেন ঘরে?
দিয়েছিলেন উনি
জনসভার মিথ্যে ভাষণ
অভ্যেস তাই শুনি।
তারপরে কি? অলীক পথে
রেল গিয়েছে আমতা
ঝাড়্গ্রাম আজ চেঁচিয়ে পড়ে
সাতের ঘরের নামতা।
ওরাই করে রক্ষা রণে-
বনে ও জঙ্গলে
সন্ত্রাসীরা মাসতুতো ভাই
অস্ত্রে কথা বলে।
গ্রাম শহরে গোপন আঁতাত,
মিটিং প্রতিদিনই
সুশীল ওরাই স্বজন এবং
ছদ্ম মাতঙ্গিনী !
ওরা জানেন কয়টি মাথা
রয়েছে কার ঘাড়ে
ভদ্রভাবে রক্তভোজন
মানব অধিকারে-
সে যাক্ গে। হোক্ কাজের কথা
সাতটি দিনের পরে
নেত্রী গেছেন লালগড়ে?
না- লুকিয়ে আছেন ঘরে?