প্রত্যেকদিন খুন করে যায় "জনগনের আদালত"
"মরছে সিপিএম-এর দালাল", তোদের মুখে বাঁধা গত!
রেলকামরা তুবড়ে গিয়ে মরল যখন দুইশ' জন,
রাজনৈতিক প্রচার করতে, প্রেসক্লাবে যাস তুই স্বজন!
মাসান্তে পাস কাঁড়ি মাইনে, বিপদ এলে গুটোস লেজ ...
বুক ফাটানো কান্না শুনিস? না না ... তোরা তো হেরিটেজ!
পাড়ায় পাড়ায় খুঁজছে সবাই, ওই খুনিদের বন্ধু কে?
কারা যোগায় সংস্কৃতিময় বারুদ ওদের বন্দুকে?
শশধরের সাথে মিটিং ... ব্যাপারটা খুব রোমান্টিক ...
সুশীলরা যে আদৌ মানুষ, এইবারে তার প্রমান দিক!
ক্ষমতালোভী শিলাদিদিকে এবার তোরা বোঝা না ...
বাঘের পিঠে চড়া সহজ। কিন্তু নামা? সোজা না!