যা লিখছিস অনামিকা, আদৌ তা নয় ঝাঁঝালো।
কী দুর্বিপাক কলমটাকে নিরামিষাশী সাজালো?
কোনও লোভের সমীকরণ হয়ে উঠেছে জোরালো?
আলটপকা বিষাদ আবার ভেতরটাকে পোড়াল?
পুরসভার নির্বাচনে মনোনয়ন জোটেনি?
একটিবারও এসএসসি-তে তোর নামটা ওঠেনি?
মধ্যবিত্ত অপ্রাপ্তির এমনি নানা ধারাতে,
ঘায়েল হয়ে বিক্ষুব্ধ নাম কিনেছিস পাড়াতে!
প্রোমোটারের পদলেহন মেলেনা তোর রুচিতে?
হাঁটিস না তাই মিছিলে আর। যাস না কর্মসূচিতে?
ভুলে গেছিস ওদের দেখে আসিস নি তুই বাঁদিকে।
তুইও যদি ভুল ভাবনায়, তাহলে প্রতিবাদী কে?
মাথার মাঝে হিসেব কষে একশ' লোভ আর হাজার ভয়?
পায়ের নীচের মানচিত্র, তোদের এটা। রাজার নয়!
ঝলসে ওঠ্ কলমে আজ, হিসেবে লাভক্ষতি বাদ!
কাঁদছে প্রতিবেশী মানুষ। জারি রাখিস প্রতিবাদ।
কী দুর্বিপাক কলমটাকে নিরামিষাশী সাজালো?
কোনও লোভের সমীকরণ হয়ে উঠেছে জোরালো?
আলটপকা বিষাদ আবার ভেতরটাকে পোড়াল?
পুরসভার নির্বাচনে মনোনয়ন জোটেনি?
একটিবারও এসএসসি-তে তোর নামটা ওঠেনি?
মধ্যবিত্ত অপ্রাপ্তির এমনি নানা ধারাতে,
ঘায়েল হয়ে বিক্ষুব্ধ নাম কিনেছিস পাড়াতে!
প্রোমোটারের পদলেহন মেলেনা তোর রুচিতে?
হাঁটিস না তাই মিছিলে আর। যাস না কর্মসূচিতে?
ভুলে গেছিস ওদের দেখে আসিস নি তুই বাঁদিকে।
তুইও যদি ভুল ভাবনায়, তাহলে প্রতিবাদী কে?
মাথার মাঝে হিসেব কষে একশ' লোভ আর হাজার ভয়?
পায়ের নীচের মানচিত্র, তোদের এটা। রাজার নয়!
ঝলসে ওঠ্ কলমে আজ, হিসেবে লাভক্ষতি বাদ!
কাঁদছে প্রতিবেশী মানুষ। জারি রাখিস প্রতিবাদ।