সারের দাম বেড়ে যাচ্ছে, অমিল হল তন্ডুল
পার্লামেন্ট বেঁচে থাকুক। গণতন্ত্র ভন্ডুল!
সবাই চল আইপিএলএ। চিয়ার ... নাচাগানাতে ...
কোটি টাকাই জানে কেবল কোটি টাকাকে বানাতে।
তাদের পাশে দাড়ানোটাই আজ দেশবাসীর কাজ
ঠিক কতজন অনাহারে? অন্ধকারে সে আন্দাজ!
দাম বেড়েছে। জিনিসপত্র অগ্নিমূল্য! তাতে কী?
বিবি যাবেন শপিং মলে, বাবুর গরম ভাতে ঘি!