পায়ের তলায় সর্ষে- মৃদু মন্দে মন্দারমণি
এ যেন ঠিক কোনো নির্দিষ্ট সৈকত নয়, বালি-ফেনায় মাখা গর্জনের নির্জনতায় এক ফালি সময়। তা লেখাও হয়েছিল সে সমুদ্রতটের কিশোরীবেলায়, আজ থেকে বছর পাঁচেক আগে, ফলে এখনকার সঙ্গে হয়ত কোন মিলই নেই সেই অর্জনটুকু ছাড়া। এই সমুদ্র গায়ে মেখে জলপরী হয়ে যাই আমি, এই প্রথমবার৷---------
হাওয়ায় উড়ুক চুলজলোচ্ছাসে দেহের বল্কলহোক এলোমেলো।অন্তহীন অপেক্ষার শেষেনা হয় সমুদ্র আজতোমাকেই খুঁজে পেলো অপসৃত আবরণে,সৈকতের নির্জন