Related Posts Plugin for WordPress, Blogger...

মা ... মাটি ... ফানুস ... ~ অনামিকা

বীজের থেকে গাছ জন্মায়, এ'তথ্য খুব শিক্ষণীয়।
সিঙ্গুরে বীজ পুঁতলে, এবার সাঁকরাইলের বৃক্ষ নিয়ো!

কোথায় জমির দশ শতাংশ ফেরত দেবার ফেরেব্বাজি?
পার ফ্যামিলি একটা করে চাকরি সবাই চাইছে আজই!

আসল তথ্য জানত সবাই, বক্তৃতা সব ভাঁওতা বেজায়।
মিথ্যে কথার চ্যাম্পিয়নের কুম্ভীরাশ্রু মঞ্চ ভেজায়।

আম বাংলায় সবাই চেনেন ঘাসের নীচের ভাঁওতা শেকড়।
খ্যাঁটন সেরে অনশন আর সাক্ষীগোপাল চারশ' একর!

ডক্টরেটের মিথ্যে মায়ায় লোকসভা পায় নকল নথি।
জয়প্রকাশের গাড়ির মাথায়, তুমিই কি সেই নৃত্যবতী?

পাইয়ে দেবার রাজনীতিতেও ভাঁওতাবাজী করলে ঠিকই;
একবছরে বার্ন স্ট্যান্ডার্ড অশ্বডিম্ব পাড়ল কী কী?

মিথ্যেকথার জোঁকের মুখে আন্দোলনের লবন দিলে,
যেমন কাণ্ড ঘটার কথা, তাই ঘটেছে সাঁকরাইলে।
------------------------------------------
*সাক্ষীগোপাল= সঠিক সময়ে মুখে কুলুপ আঁটা হাড় হিম শয়তান গোপালটি, যে পুরো ঘটনার সাক্ষী ছিল,
কিন্তু শিল্পধ্বংসের সর্বনাশের সময় টুঁ শব্দটি করেনি!

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks