ওরা যায় আর আসে
ওরা প্রেম করে,
অল্প বাতাস,
নতুন পাতারা কেবল দোলে,
এদিক ওদিক ছড়িয়ে থাকা ফুল,
ভিজে ঘাসে দাগ রেখে যায় সাইকেলের চাকা
বারবার বারবার,
এদিক ওদিক
ওরা যায় আর আসে,
ওরা কথা বলে না,
বাতসেও কোন গান নেই,
ফুল রোজ ফুটতেই থাকে, রোজ
ওরা রোজ আসে,
বাতাস
ফুল
ঘাস
ওরা প্রেম করে।
১১ ই এপ্রিল, ২০০৭