এই ভাবে যদি বয়ে যাওয়া যেত ...
এভাবে মানে?
গানের মতো, না নদী?
না সময়? নাকি স্তব্ধতা?
হাত ধরে চলে যাই
সাঁকোগুলি পার
এই দ্যাখো পৃথিবী
এই ভাবে যদি
বয়ে যেত, বয়ে যেত নদী ...
হয়ত গানের মত,
বা হতে পারে সময়ের মত,
কে জানে কিসের মত
বয়ে যেতে চায় ...
যে দিকে শুধু ছাই ওড়ে
চোখ করকর
তার চেয়ে এই ভালো
বসেছি ছায়ায় ...
এই দুটো হাত
এই সব ছোট্ট পৃথিবী