পুরাকালের কিছু আবোল তাবোল-০৩
এই অভিলেখ, তুমি লেখো
অক্ষ হিসেব এলোমেলো
উড়ে যায় তার ডানা
এখন তুমি লেখ
নতুন বর্ণমালা সাজ
ভেঙে গ্রামার ঠিকানা।
এবার তোমার পালা
লেখা হবে নতুন রঙ
নতুন আলোর ঠিকানা
বাদুড়েরা ফিরে গেল
অন্ধকারে বিড়ালের চোখ
জ্বলজ্বল করছে অতীত,
কুয়াশা ছেড়া রোদে
পালিয়ে গিয়েছে শীত
থরথর কাঁপে আঙ্গুল
বিরহী লেখনি আমার
ধুলোয় চাদর মুড়ে
পুরোনো টাইপরাইটার
চাঁদেরও বাড়ছে বয়স
গুলির আওয়াজ শুনে
উড়ে যায় মৌন সারস।
আমার নতুন