কি দিয়েছি আর কি পেয়েছি সেই অঙ্কে বেলা বয়ে
যায়। কে যেন বলেছিল, যা তোমার, তার চাইতে একরত্তি কমও পাবে না, বেশিও না। এরকম ভাবতে পারা আর ভেবে/ মেনে নিয়ে সেই অনুযায়ী
এগিয়ে যাওয়া/ যেতে পারা বেশ কঠিন। শক্ত।
যা কিছু ভাল লাগার
ভালবাসার, সবই যে চাই!
এক জানালা আকাশ নয়,
অই গোটা মহাকাশটা চাই।
সাতটা মহাসাগর
সাতখানি আশমান
আর গোটাগুটি এই পৃথিবী।
সবটুকু চাই।
সবটুকু।
এতুকুও কম নয়।
এক রত্তিও