জিতেছি যতটা হেরেছিও ততটাই...
পৃথিবীটা
যেমন গোল, সবই কিছুই বোধ হয় এমনই গোল, যেখান
থেকেই শুরু করো না কেন, ঘুরে ফিরে পৌঁছুবে আবার সেই একই জায়গায়। আমিও আবার
সেই একই জায়গায়, যেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আবার করে চলতে শুরু করেছিলাম। ঠিক
কবে থমকে দাঁড়ালাম, কবে বৃত্তের সেই জায়গায় পৌঁছুলাম- যেখান থেকে শুরু
করেছিলাম সেই দিন-তারিখ এবার ঠিকঠিক মনে আছে যদিও বেশির ভাগ জিনিসই ভুলে
যাই, কিন্তু কারণ যাই হোক, মনে আছে। সেসব উল্লেখ করা