যেখানে নতুন ভোরের অপেক্ষায় এক জীবন বিষাদ সিন্ধু
তখনো আলো ফোটে নি। তখনো সে বিছানায় এ’পাশ ও’পাশ করছে। জোর করে বন্ধ করে
রেখে রেখে চোখে একটা কেমন ব্যথা। বন্ধ চোখে সব অন্ধকার। চোখ খুললে –সেও
অন্ধকার। বন্ধ করে রাখা জানলা, জানলার পর্দা ভেদ করে রাত্রি নগরীর যতটুকু
আলো জোর করে ঢুকে পড়ছে ঘরে, যেন ওই অন্ধকারকেই আরো বেশী করে ভরাট করে
তুলছে। সে বিছানায় কেবল এ’পাশ ও’পাশ। কখনো বা পাশের বালিশটা নিজের বুকে
চেপে ধরছে। না, ভুল হল কি তোমার? এখানে এখন