Bangladesh Bangladesh (বাংলাদেশ বাংলাদেশ) By Bappa Mazumder
Title : Bangladesh Bangladesh (বাংলাদেশ বাংলাদেশ)
Artist : Bappa Mazumder
পথ হারিয়েছি অনেকবার
ফেলেছি হাতের ক্যাচ
জয়ের দ্বারে পৌঁছে গিয়েও
হেরেছি জেতা ম্যাচ
সমালোচকের তোপের মুখে পড়েছি হাজার বার
ব্যাটে-বলে খেলে মাঠে দিয়েছি কঠোর জবাব তার
বাংলাদেশ বাংলাদেশ
১৬ কোটি প্রান
বাংলাদেশ বাংলাদেশ
একটাই গান
মোগো আছে মেলা সাহস
আছে মোগো বিশ্বাস
১৬ কোটি মাইনষে জিততো চায়
বাদিয়ারে নিশ্বাস
লক্ষ্য অ্যাহন অনেক দূরে
পাড়ি দিতে হইবো বহু পথ
বিশ্বেও সেরা হইতে হইবো
লইলাম এ শফথ
সময় এখন আগুইবার
ভাঙ্গো হকল ঝামেলা
সময় এখন জেইগা উঠার
জিত করার মেলা বাধা
সমালোচকের তোপের মুখে পড়েছি হাজার বার
ব্যাটে-বলে খেলে মাঠে দিয়েছি কঠোর জবাব তার
বাংলাদেশ বাংলাদেশ
১৬ কোটি প্রান
বাংলাদেশ বাংলাদেশ
একটাই গান (২)