Related Posts Plugin for WordPress, Blogger...

আজকের ৪ টি জোকস

আজকের জোকস : ১২ সেপ্টেম্বর ২০১৫

হাবলু : ভাড়া কত হয়েছে?
ট্যাক্সি চালক : ১২০ টাকা
হাবলু : এই নেও ৬০ টাকা
ট্যাক্সি চালক : মানে! ৬০ টাকা কেন?
হাবলু : তুমিও তো বসে এসেছ, তাই অর্ধেক ভাড়া তোমার! তোমারটা আমি কেন দেবো?
------------------------------------
  
আরো একটি জোকস পর্ব : আজকের জোকস : ০৯ সেপ্টেম্বর ২০১৫

শিক্ষক : ধরো, তোমাকে বলা হলো ৪ জন মানুষের মধ্যে ৩ টা আপেল ভাগ করে দিতে। কিন্তু আপেল কাটা যাবেনা। কিভাবে ভাগ করবে?
ছাত্র : এটা কোনো ব্যাপার হলো, ছুরি দিয়ে একজনকে ঘ্যাচাং কইরা দিমু, আর তিন জনরে তিনটা আপেল দিয়া দিমু!
-------------------------------------
স্বামী : গতবার তোমার জন্মদিনে একটা নেকলেস দিয়েছিলাম। তুমি বলেছিলে ধন্যবাদ দেয়ার ভাষা খুঁজে পাচ্ছ না, মনে আছে?
স্ত্রী : মনে আছে, তা এবার কী দিচ্ছ গো?
স্বামী : ভাষা শেখার জন্য একটা ডিকশনারী!
------------------------------------------------------------------
বিচারক : নিজ হাতে তুমি তোমার বাবা-মাকে গুলি করে মেরেছ, এটা স্বীকার করার পর তোমার আর কী বলার আছে?
আসামি : আমি এখন এতিম, এতিমের অপরাধ মাফ করে দিন হুজুর!

জোকস কেমন হলো , কমেন্ট এ জানাতে ভুলবেন না ।

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks