মধুর ভান্ডারকরের পরিচলনায় ‘ক্যালেন্ডার গার্লসের’ অভিনেত্রী অবনী মোদি ছবির প্রচারের জন্য দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন। অবনী মোদি যেখানেই গিয়েছেন সেখানেই উৎসুক জনতারা তাকে প্রশ্ন করেছেন আপনি কি নরেন্দ্র মোদির কেউ হন। কথাটি শুনতে শুনতে অবনী বিরক্ত হয়ে মজা করে বলে ফেললেন, হ্যাঁ আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেয়ে।
গুজরাটের মেয়ে অবনী মোদি তখন কথাটিকে ঘুরিয়ে উৎসুক জনতাদের বলেন, শুধু গুজরাটের মেয়েদের কাছে নন নরেন্দ্র মোদি হলেন গোটা ভারতের কাছে ‘ফাদার ফিগার’।
শতরূপা পাইন, কায়রা দত্ত, অবনী মোদি, আকাঙ্ক্ষা পুরি, রুহি সিংরা অভিনয়ে মধুর ভান্ডরকরের ‘ক্যালেন্ডার গার্লস’ সিনেমা। সিনেমায় গল্পটি তৈরি হয়েছে ভারতের বিভিন্ন এলাকা থেকে আসা পাঁচটি মেয়ের সংগ্রাম, যুদ্ধ ও ত্যাগ স্বীকার করে দেশের জনপ্রিয় এক বার্ষিক ক্যালেন্ডারে ছবি তোলার স্বপ্নকে ঘিরে।
এদিকে, পাকিস্তানে ‘ক্যালেন্ডার গার্লস’ সিনেমা মুক্তি নিয়ে দেখা দিয়েছে জটিলতা। তবে ছবিটির পরিচালক জানিয়েছেন পাকিস্তানে ‘ক্যালেন্ডার গার্লস’ হয়তো রিলিজ করবেন না। কারণ ছবির ট্রেলারের একটি ডায়ালগ নিয়ে পাকিস্তানের কাছ থেকে আপত্তি উঠেছে।