মুখেরকালো-সাদা ছোপ ছোপদাগ, ব্রণ বা মেছতারদাগ চেহারার সৌন্দর্য নষ্ট করার জন্যযথেষ্ট। আমরানানা প্রসাধণী এবং উপকরন ব্যবহারকরি এসব দাগ দূরকরার জন্য। আজকেআসুন দেখে নিই মুখেরদাগ দূর করার ভেষজকিছু পদ্ধতি।
• মুখেরকালো ছোপ দূর করতে১ চা চামচ ধনিয়াপাতার রসের সঙ্গে একচিমটি হলুদ গুঁড়া মিশিয়েমুখে লাগিয়ে সারারাত রেখেদিন। পরদিনসকালে উঠে ঠান্ডা পানিরঝাপটায় মুখ ধুয়ে ফেলুন। কয়েকদিনব্যবহারেই উপকার পেতে শুরুকরবেন।
• যাদেরমুখে মেছতার দাগ আছেতারা ১ চা চামচসাদা জিরা গুঁড়া, ১চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ সরিষাগুঁড়া ও ১ চাচামচ আটা মিশিয়ে পেস্টবানিয়ে মেছতার দাগে লাগান। বিশমিনিট রেখে ঠান্ডা পানিদিয়ে ধুয়ে ফেলুন।
• আপনারমুখে যদি ব্রণের দাগথাকে, তাহলে প্রতিদিন গোলাপজলদিয়ে মুখ ধুয়ে নিন। দেখবেনব্রণের দাগ হালকা হয়েযাবে।
• মুখেক্লান্তির ছাপ পড়ে গেলেসেই ছাপ কাটাতে চন্দনবাটা, তুলশি বাটা, গোলাপজলমিশিয়ে গলায় ও মুখেলাগান। দেখবেনত্বক উজ্জ্বল হয়ে গেছে।