রুপের অহংকারে বলিউড মাতিয়ে রেখেছেন পর্ণস্টার থেকে অভিনেত্রী হয়ে উঠা সানি লিওন। তার এই উপস্থিতিতে আপত্তিও আছে অনেকের। তাদের মধ্যে একজন হলেন বলিউডের আইটেম কন্যা রাখি শাওয়ান্ত। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে সানি লিওনকে ভারতে নিষিদ্ধের কথা বললেন রাখি।
রাখি বলেন, সানি লিওনের কারণে যেহেতু ধর্ষণ কর্মকান্ড বেড়ে চলছে, তাই তাকে ভারতে নিষিদ্ধ করা উচিত। একদিকে যৌনতা বিষয়ক বিজ্ঞাপনের মাধ্যমে সানি মানুষের আগ্রহ বাড়াচ্ছে, অপরদিকে খোলামেলা আইটেম গানের মাধ্যমে মানুষকে ধর্ষণে উৎসাহিত করছে।৩৬ বছর বয়সী রাখি আরও বলেন, তবে শরীর ঢেকে চললে তাকে বলিউডে কাজের অনুমতি দেয়া যেতে পারে। উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে সানি লিওনের বিরোধিতা করেছেন রাখি। সানিকে যোগ্যতাহীন বলেছেন তিনি। রাখির বক্তব্য, সানি কেবল শরীর দেখিয়ে বেড়ায়। নাচ বা অভিনয় কোনটাই সে জানে না।