Related Posts Plugin for WordPress, Blogger...

গরুর কবিতা ~ আশুতোষ ভট্টাচার্য্য


একটি গরু দুগ্ধ দেয়
গোয়ালা তাতে জল মেশায়;
একটি গরু দুইটি শিং
ক্যানিং থেকে দার্জিলিং;
একটা গরু চারটি পদ
হোয়াংহো কি সিন্ধু নদ-
একটি গরু একটি নাক
দ্বন্দ্ব বিভেদ নিপাত যাক;
একটি গরু একটি লেজ
কালো গরুর ভীষণ তেজ;
গরুও ফেলে মাথার ঘাম
ঘণ্টা, উলু, লাল সেলাম;
গরুর অতীত বর্তমান
কে হিন্দু কে মুসলমান;
গরুর তবু বুদ্ধি বেশ
ছোট্ট বড় নির্বিশেষ;
গরুর গোবর ষাঁড়ের নয়
হিংসা, বিভেদ, যুদ্ধজয়-
গরুর কষ্ট, গরুর ক্লেশ
ভারতবর্ষ আজব দেশ।।

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks