Related Posts Plugin for WordPress, Blogger...

গরমে ত্বকের যত্নে যা করনীয়

গরমে ত্বকের যত্নে

গরমে ত্বকের যত্ন খুবই গুরুত্বপুর্ন কারন গরমে ঘামাচি সহ বিভিন্ন চর্মরোগ হয়ে থাকে গরম আবহাওয়ায় আমাদের কাজকর্ম বা স্কুলকলেজ কিছুই থেমে থাকে না বরং প্রচন্ড গরমের মধ্যেও কর্মস্থল, স্কুল, কলেজ, অফিস, ঘুরে বেড়ানো, শপিং, দৈনন্দিন কাজ সবই করতে হয় গ্রীষ্মের প্রখর রোদ ধুলাবালুতে ত্বক হয় নিষ্প্রাণ

সময় রোদ এবং গরম বাতাস ত্বকের প্রচন্ড ক্ষতি করে অতিরিক্ত ঘাম থেকে চুলকানি, ইনফেকশন, সানবার্ন, মেসতা এবং নানা রকম চর্ম রোগ দেখা দেয় ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে এই গরমে চাই কিছু বাড়তি যত্ন চলুন দেখে নিই তেমনি কিছু টিপস

) ত্বকের সুস্থতার জন্য সবজি, ফল, সালাদ, প্রোটিন, ভিটামিন, কার্বহাইড্রেড অত্যান্ত জরুরী প্রতিদিন কমপক্ষে থেকে গ্লাস পানি পান করা জরুরী

) গরমে প্রতিদিন হালকা এবং সুতির জামা-কাপড় বদলে পরার চেষ্টা করুন    অবশ্যইপরিষ্কার এবং ধোয়া সুতি কাপড় পরিধান করুন

) দিনে অন্তত দুইবার ঠান্ডা পানি দিয়ে গোসল করা ঊচিত এবং নিয়মিত সাবান দিয়ে গা পরিষ্কার করুন

) দিনে তিন থেকে চার বার মুখমণ্ডল ধৌত করুন

) রক্ত চলাচল শ্বাসপ্রশ্বাসের কার্যকলাপ ঠিক রাখার জন্য ব্যায়াম করতে হবে মানসিক চাপ থেকে ত্বক চুলে নানা রকম সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে নিয়মিত ব্যায়াম সমস্যা সমাধানে কাজ করে

) আমাদের ত্বকে দুই ধরনের সোয়েট গ্ল্যান্ড বা ঘর্মগ্রন্থি রয়েছে হাতের তালু এবং পায়ের পাতার অংশে এক ধরনের এবং অন্য ধরনের গ্ল্যান্ড আন্ডার আর্ম শরীরের অন্যান্য অংশে রয়েছে ডিওড্রেন্ট ট্যালকম পাউডার ব্যাবহার করে, পারফিউম লাগিয়ে সম্যসার সমাধান সম্ভব

) রোদে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন অথবা সানব্লক ক্রিম অথবা লোশন ব্যাবহার করুন সানগ্লাস ব্যাবহার করতে ভুলবেন না

) চুল, ত্বক সুস্থ উজ্জ্বল রাখতে এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে পানি একটি অপরিহার্য উপাদান যথেষ্ট পরিমাণ পানি খেলে রক্ত সঞ্চালন ভালো থাকে এবং ত্বক মসৃণ, সজীব এবং উজ্জ্বল থাকে

) ঘরে তৈরী টমেটো এবং লেবুর প্যাক মুখমণ্ডলে লাগাতে পারেন এতে অতিরিক্ত তেল এবং ব্ল্যাকহেডস তুলে নিবে

১০) শসা এবং কমলার সরবত পান করুন, এতে সজীবতা পাবেন

১১) যদি বাহিরে হেঁটে বেড়াতে হয়, তাহলে ঘরে ফিরেই প্রথমে ঠান্ডা হয়ে নিন, এরপর ত্বকে ঠান্ডা পানি ছিটিয়ে দিন

১২) প্রতিদিন স্ক্রাব ব্যাবহার না করাই উত্তম এতে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে

আশা করি এই সকল টিপস মেনে চললে এই গরমে আপনি নিশ্চিন্তে সুস্থ থাকবেন

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks