প্রত্যেকপুরুষ ও নারী জীবনেএকবার হলেও হস্তমৈথুন করেথাকেন। যদিওবর্তমানে হস্তমৈথুনকে স্বাভাবিক যৌনাচার হিসাবে ধরা হয়তবুও হস্তমৈথুন এর ক্ষতিসমূহ অনেক। চলুনদেখে নিই হস্তমৈথুনের শারীরিকসমস্যা গুলো । পুরুষহস্তমৈথুন করলে প্রধান যে্সবসমস্যায় ভুগতে পারে তারমধ্যে হল –
১. অতিরিক্ত হস্তমৈথুন পুরুষে যৌনাঙ্গকে দুর্বলকরে দেয়। যৌনশক্তি বৃদ্ধি করবে যেখাবারগুলো তা জেনে নিন।
২. পুরুষ হস্তমৈথুন করতেথাকলে সে ধীরে ধীরেনপুংসক হয়ে যায়।অর্থাৎ যৌন সংগম স্থাপনকরতে অক্ষম হয়ে যায়।
৩. অকাল বীর্যপাত হলেবীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যায়। তখন বীর্যেশুক্রাণুর সংখ্যা হয় ২০মিলিয়নেরকম। যারফলে সন্তান জন্মদানে ব্যর্থতারদেখা দেয় । (যেবীর্য বের হয় সেবীর্যে শুক্রাণুর সংখ্যা হয় ৪২কোটির মত । স্বাস্থ্যবিজ্ঞানমতে কোন পুরুষের থেকেযদি ২০ কোটির কমশুক্রাণু বের হয় তাহলেসে পুরুষ থেকে কোনসন্তান হয়না।
৪. আরেকটি সমস্যা হলঅকাল বীর্যপাত। ফলেস্বামী তার স্ত্রীকে সন্তুষ্টকরতে অক্ষম হয় ।বৈবাহিক সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না।
শরীরেরঅন্যান্য যেসব ক্ষতি হয়-
১. স্মরণ শক্তি কমেযায় ।
২. চোখের ক্ষতি হয়।
৩. মাথা ব্যথা হয়।
৪. Nervous system, heart, digestive system, urinary system এবং আরোঅন্যান্য system ক্ষতিগ্রস্ত হয় । পুরোশরীর দুর্বল হয়ে যায়এবং শরীর রোগ ব্যাধিঘিরে ধরে ।
৫. হস্তমৈথুনের ক্ষতিসমূহ এর ভিতর আরেকটি হলLeakage of semen। অর্থাৎ সামান্য উত্তেজনায়যৌনাঙ্গ থেকে তরল পদার্থবের হয় । এটাও খুব খারাপ বিষয়। তাই আজই হস্তমৈথুন করা বন্ধ করুন।