Related Posts Plugin for WordPress, Blogger...

BANGLA KOBITA : JANI NA TUMI KE (জানি না তুমি কে) - SAGAR RAJBONSHI


জানি না তুমি কে,
হয়তো ভোরের আলো,
হয়তো ছায়া,
নয়তো তুমি
ভালোবাসার বাঁধনে পরা
এক অপরূপ মায়া।

জানি না তুমি কে,
হয়তো চেনা,
তাইতো খুঁজে বেরাই
ভালবাসা দিয়ে।
হয়তো পাবো, নয়তো হারাবো
জানি না তুমি কে।

থাকবো আশায়, বাঁধবো ভালোবাসায়,
পাবো তোমাকে জানি
বুক ভরা ভালোবাসায়।

জানি না তুমি কে।।


-----
Sagar Ragbanshi
Adarsha Pally
New Town
Kolkata
----------------------

ফেসবুকে কমেন্ট দিন

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks