কবেকার এক ছোট্ট বার্তা ভেসে ওঠে চোখের সামনে, সেলফোন না খুলেই, 'প্রজাপতি হয়ে ওঠো!'
আর সত্যি সত্যিই আমি প্রজাপতি হয়ে উঠি! উড়ে উড়ে বেড়াই এঘর থেকে ওঘরে। আয়নায় নিজেকে না দেখেও বুঝতে পারি, আমাকে কী সুন্দর লাগছে আজ!
গোছানো ছিমছাম হয়ে ওঠে আমার অগোছালো ঘর দোর। হাতে উঠে আসে তাকে তুলে রাখা প্রিয় বই।
গেয়ে ওঠেন ফিরোজা বেগম-
মোরা আর জনমে হংস মিথুন ছিলাম
যুগলরূপে এসেছি গো আবার মাটির পরে
মোরা আর